ঢাকাদক্ষিণে জঙ্গলে নিয়ে ব্যবসায়ীর গলা কেটে দেয় দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৩:১৫:২৫,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের হাবিবুর রহমান ওরফে মিয়ার উদ্দিন নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মৃত মদরিস আলীর ২য় পুত্র ও ঢাকাদক্ষিণ বাজারের জনতা পোল্ট্রির স্বত্বাধিকারী বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বের হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনের বাড়িতেও না পাওয়ায় সন্দেহ হলে মধ্যরাতে পাশ্ববর্তী পরিত্যক্ত একটি পেল্ট্রি খামারে গিয়ে রক্ত দেখতে পান আত্মীয় স্বজন। রক্তের দাগ দেখে সন্ধেহ হলে খোঁজাখুঁজি করে খামারের পশ্চিম পাশে পুকুর পারে জঙ্গল থেকে গুঙ্গানী শব্দ পেয়ে এগিয়ে গেলে মিয়ার উদ্দিনকে গলা কাটা অবস্থায় দেখতে পান।
পরিত্যাক্ত পোল্ট্রি খামারটি আহত ব্যবসায়ীর চাচাত ভাইর বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে গােলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার মামুন আহমদ জানান, ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ ভিকটিমের পরিবার দেয়নি। দিলে অবশ্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।