চাঁদপুরে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেলো ১৭ কিশোর
প্রকাশিত হয়েছে : ৭:০০:৫১,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চাঁদপুরে টানা ৪০দিন জামাতে নামাজ পড়ায় ১৭ বালককে দেয়া হয়েছে বাই-সাইকেল পুরুস্কার। খান ফাউন্ডেশনের আয়োজনে বাইসাইকেল বিতরণ করা হয়। আগেই খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল ‘যদি কোন বালক টানা ৪০ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাদেরকে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হবে। এমন ঘোষণা দিয়েছিলেন মতলবের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান।
ঘোষণার পর থেকেই মসজিদে অনেক বালক নামাজ পড়তে শুরু করে, শেষ পর্যন্ত ১৭ জন বালক টিকেন। এ ১৭ জন বালককে পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সাইকেল গুলো বুঝিয়ে দেওয়া হয় ।
এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান। তিনি সব কিছুর আয়োজন করেন এবং উনার পক্ষ থেকে সাইকেল গুলি পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের পরে প্রশংসায় ভাসছেন সুমন খান।
এরই মধ্যে ফেসবুকে এই ছবিটি ভাইরাল হয়েছে। সবাই কমেন্টে লিখেছেন, সুমন ভাইয়ের মত ব্যবসায়ী দেশে আরো থাকা দরকার ছিল, তাইলে দেশটা পরিবর্তন হয়ে যেত, এরকম উদ্যোগ নেওয়াটা উনার জন্য সময় উপযোগী একটি উদ্যোগ, সেটার জন্য তাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।