দর্শনার্থীদের সামনেই ঝড়ে উল্টে গেলো প্রথম ভাসমান সেতু!
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:১৯,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৪২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যশোরের মণিরামপুরের ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত প্রথম ভাসমান সেতুটি দেখতে ভিড় করেছিলেন প্রচুর দর্শনার্থী। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে সেতুটি উল্টে মাঝ বরাবর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় সেখানে দর্শনার্থীর ভিড় থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়বৃষ্টি থামার পর সেতু নির্মাণ কমিটির সদস্যরা মেরামতে কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বিভিন্ন এলাকা থেকে রাজগঞ্জের ভাসমান সেতুটি দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে সেটি উল্টে মাঝের লোহার এঙ্গেল ছিড়ে কিছু অংশ বাঁওড়ের মাঝখানে চলে যায়। আর দুই পাশের অংশ পানির নিচে তলিয়ে যায়।
ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন ও ভাসমান সেতু নির্মাণ কমিটির সদস্য লিটন হোসেন জানান, ঝড় থামার পরপরই সেটি সংস্কারে সদস্যরা কাজে লেগে যান। সেতুর বিভিন্ন অংশে লোহার ঝালাই খুলে গেছে। রবিবার সকাল থেকে সেতু মেরামতে পুরোদমে কাজ শুরু হয়েছে।