গোলাপগঞ্জ থেকে তানিম নামে এক কিশোর নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:২৭,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৭ | সংবাদটি ২১২৯ বার পঠিত
গোলাপগঞ্জ থেকে তানিম আহমদ নামে ২২ বছরের সহজ সরল এক কিশোর নিখোঁজ হয়েছে। সে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ (ফকি টিলা) গ্রামের হেলাল আহমদের দ্বিতীয় পুত্র। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার পরনে ছিলো পাঞ্জাবী, লুঙ্গি, টুপি ও হাতকাটা ছোয়েটার। তার গায়ের রং ফর্সা ও মুখে দাড়ি রয়েছে। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় বাড়ীর পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে ঘর থেকে বের হয়। নামাজ শেষে সে আর ফিরেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ কিশোরের পিতা হেলাল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। (ডায়েরী নং- ১৪০৫- তাং ৩১/১২/২০১৭ ইং)।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি সহজ সরল এ কিশোরের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নের মোবাইল নাম্বারে (০১৭৭২৬৯৮৫৬৩/০১৭১৭-১৯১২৭৭/০১৭১৮২৫১৬১৯) যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।