সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরের দুর্ভোগ কমেনি ৫ বছর থেকে!
প্রকাশিত হয়েছে : ১১:৫১:০৯,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ৭২৩ বার পঠিত
ইমরান আহমদ:: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। পূর্ব সিলেটের সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক।
সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, মৌলভীবাজার জেলার জুড়ি, বড়লেখাসহ বিভিন্ন উপজেলার মানুষ জেলা ও বিভাগীয় শহরের সাথে যোযোগে এ সড়কটিই ব্যবহার করেন।
পাশ্ববর্তী দেশ ভারতের সাথেও সহজ যোগাযোগ এ সড়ক দিয়েই। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ সড়কটির দুর্ভোগ প্রায় ৫ বছর থেকে লেগেই আছে।
সড়কের ছিরামপুর বাইপাস ছেড়ে হেতিমগঞ্জ হিলালপুর এলাকায় গেলেই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। মাত্র ২০/ ৩০ হাত সড়কের সঠিক মেরামতের অভাবে এখানে এসেই আটকে পড়ে বড় ছোট সব গাড়ি। এসময় ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে আটকে থাকতে হয়। অনেকে আবার গাড়ি থেকে নেমে পায়ে হাটা শুরু করেন। পরে অপর গাড়ি দিয়ে রওয়ানা দেন গন্তব্যের উদ্দেশ্যে।
এমনিভাবে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বৃষ্টির সময় হঠাৎ পাথর বোঝাই একটি ডিস্ট্রিক ট্রাক আটকে যায়। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করেও ট্রাক তুলা সম্ভব হয়নি। এসময় হেতিমগঞ্জ থেকে চার মাইল পর্যন্ত দু`দিকে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর কয়েকজন সদস্য এসেও গাড়ি সরানোর আপ্রাণ চেষ্টা করেন। বৃষ্টির মধ্যে প্রায় ঘন্টা খানেক তারাও চেষ্টা চালান। এমনবস্থায় যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যে যাত্রা করেন।
এসময় গাড়ি থেকে নেমে পড়া যাত্রী ও চালকরা বলতে থাকেন, আমাদের সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোলাপগঞ্জ কৈলাশ টিলা থেকে উত্তোলিত তেল ও এলপিজি গ্যাস বড় বড় ট্যাঙ্ক লরি ও ডিস্ট্রিক ট্রাক দিয়ে এ সড়ক দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে নেয়া হয়। প্রতিদিন কোটি কোটি টাকা এখান থেকেই সরকারের কোষাঘারে জমা হচ্ছে। কিন্তু এ সড়কটির এমন অবস্থায় কর্তৃপক্ষের কোন তদারকি নেই। অবিলম্বে এ জায়গাটি সঠিকভাবে মেরামত করারও দাবি জানান তারা।