সিলেটে নতুন ৩৪ জনসহ আক্রান্ত বেড়ে ৩০৪২
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২৮,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিনি ডেস্ক:: সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।
একই সময় সিলেট বিভাগের অপর তিন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৮ জন। এনিয়ে গত ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত হন ১২২ জন। আর এসময় সুস্থ্য হয়েছেন ২৮ জন।চার জেলা মিলিয়ে বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৫৭৫৪ জন।
শনিবার (১১ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, শনিবার সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হন ১২২ জন। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন, হবিগঞ্জ জেলায় ২৯ জন ও মৌলভীবাজার জেলায় ৪৯ জন।
একই সময় সুস্থ্য হওয়া ২৮ জনের মধ্যে সিলেটে সর্বাধিক ২০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। বাকী ৮ জন মৌলভীবাজার জেলার।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৪২ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৬২ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জন। চার জেলায় ২৪৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ১৩৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।