সিলেট নগরীর তিনটি স্থানে এবার বসবে পশুর হাট!
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৩০,অপরাহ্ন ১০ জুলাই ২০২০ | সংবাদটি ৫১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষ্যে নগরীর যেখানে সেখানে গড়ে উঠতো পশুর হাট। বিভিন্ন বাজার ছাড়াও অলিগলিতে দেখা যেত পশু বিক্রির জন্য গড়ে উঠেছে মিনি হাট। কিন্তু এবার আর যেখানে সেখানে বসবে না হাট।
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মানতে বড় পরিসরে সিলেট এমসি কলেজ মাঠ, সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি মাঠকে পশুর হাটের জন্য নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। এ তিনটি স্থান ইজারা দিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এমনকি জেলা প্রশাসনও উন্মুক্ত এ তিনটি স্থানে পশুর হাট বসানোর অনুমতি দিয়েছেন।
এদিকে, এ তিনটি স্থান ছাড়া প্রতিবছরের ন্যায় অন্য কোথাও হাট না বসাতে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন কড়াতড়ি আরোপ করা হয়নি। তবে সংশ্লিষ্টরা আশা করছেন এ বিষয়ে প্রশাসন জোরালো পদক্ষেপ নিবে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এই তিনটি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেয়ার জন্য টেন্ডারও আহ্বান করা হয়েছে। এ তিন স্থান ছাড়া নগরীর যেখানে সেখানে এবার পশুর হাট বসানো যাবে না।