গোলাপগঞ্জে নতুন আরও ৪ জনসহ আক্রান্ত বেড়ে ১৬২
প্রকাশিত হয়েছে : ৭:০২:৩১,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৫৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬২ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের কবির আহমদ (২৬), লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের সুলতান আহমদ (৪৫), ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামের আব্দুল আহাদ (৩৭), লক্ষণাবন্দ ইউনিয়নের গরীব পাড়া গ্রামের আহমদ আলী।
বুধবার (৮ জুলাই) রাতে নতুন ৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, উপজেলায় মোট আক্রান্ত ১৬২ জনের মধ্যে নতুন ৩ জনসহ সুস্থ্য হয়ে উঠেছেন ৮৩ জন, আসোলেশনে আছেন ৬৯ জন এবং করোনা আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন ৮ জন।