সিলেট জেলায় একদিনে ৭৩ জন করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৭:৫১:০৯,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন। সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে পরীক্ষায় ৭১ জন ও শাবির ল্যাবে পরীক্ষায় ২ জন শনাক্ত হন।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৩২৩ জনে।
রবিবার (২৮ জুন) রাতে ওসমানী হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় গণমাধ্যমকে জানান, ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭১ জন শনাক্ত হন।
শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৩৯ জন, বিশ্বনাথের ৭ জন, জকিগঞ্জের ৫ জন, গোলাপগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, দক্ষিণ সুরমার ৩ জন, কানাইঘাটের ১ জন, বালাগঞ্জের ১ জন, জৈন্তাপুরের ১ জন, কোম্পানীগঞ্জের ১ জন ও গোয়াইনঘাটের ১ জন রয়েছেন।
এছাড়া, রবিবার শাবির ল্যাবে পরীক্ষা করে সিলেট জেলার আরও দুইজন আক্রান্ত।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৬৯ জন।
এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ২৩২৩ জন। এছাড়া সুনামগঞ্জে ৯৭৭ জন, হবিগঞ্জে ৫৫৫ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন রয়েছেন।