গোলাপগঞ্জে পুলিশসহ নতুন আরও ৪ জন আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৭:১১:১৬,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৪২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২২ জন।
রবিবার (২৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
নতুন আক্রান্তদের মধ্যে মামুনুর রশীদ (৩৫) নামে গোলাপগঞ্জ থানা পুলিশের এক সদস্য, পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের কর্মরত নুরুল আমিন খান (৫০) নামে একজন, পৌরসভার ঘোষগাও এলাকার আব্দুর রাজ্জাক (৬২) ও উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আব্দুল কাদির (৩০)।