গোলাপগঞ্জে আরও দুইজন শনাক্ত, ১১৩২ জনের নমুনা সংগ্রহ!
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৪৮,অপরাহ্ন ২৭ জুন ২০২০ | সংবাদটি ৩০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৮ জন।
শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
নতুন আক্রান্ত দু`জনের মধ্যে গোলাপগঞ্জ পৌর এলাকার বাসিন্দা শামছুল আলম (৬০) ও ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার বাসিন্দা পিংকী রানী (২০)।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত হাসপাতালের উদ্যোগে উপজেলার ১১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে করোনা পজেটিভ এসেছে ১১৫ জনের। ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৫৫ জন, করোনা নিয়ে আইসোলেসনে বা চিকিৎসাধিন রয়েছেন ৫৬ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
তবে, উপজেলার আরও তিনজন সিলেট নর্থইস্ট হাসপাতালের মাধ্যমে স্যাম্পল দিলে তাদেরও পজেটিভ আসে। তাদের মধ্যে একজন মারাও গেছেন। এ তিনজনসহ আক্রান্তের সংখ্যা ১৮ জন ও মৃত্যুর সংখ্যা ৪ জন।
স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব মতে উজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার আক্রান্ত, সুস্থ্য ও মৃতদের সংখ্যা:
গোলাপগঞ্জ পৌরসভায় আক্রান্ত ৪৫ জন, সুস্থ্য ২১ জন ও মৃত্যু ১ জনের।
বাঘা ইউনিয়নে আক্রান্ত ৬ জন, সুস্থ্য ১ জন ও মৃত্যু ১ জনের।
গোলাপগঞ্জ ইউনিয়নে আক্রান্ত ৩ জন, সুস্থ্য ৩ জন।
ফুলবাড়ী ইউনিয়নে আক্রান্ত ২ জন, সুস্থ্য ১ জন।
লক্ষ্মীপাশা ইউনিয়নে আক্রান্ত ৩ জন, সুস্থ্য ১জন।
বুধবারীবাজার ইউনিয়নে আক্রান্ত ৬ জন, সুস্থ্য ৩ জন।
ঢাকাদক্ষিণ ইউনিয়নে আক্রান্ত ৮ জন, সুস্থ্য ৩ জন।
লক্ষনাবন্দ ইউনিয়নে আক্রান্ত ৯ জন, সুস্থ্য ৫ জন।
ভাদেশ্বর ইউনিয়নে আক্রান্ত ১৪ জন, সুস্থ্য ৪ জন।
আমুড়া ইউনিয়নে আক্রান্ত ৪ জন, সুস্থ্য ২ জন।
বাদেপাশা ইউনিয়নে আক্রান্ত ৬ জন, সুস্থ্য ৫ জন ও মৃত্যু ১ জনের।
শরীফগঞ্জ ইউনিয়নে এখন পর্যন্ত কারো আক্রান্ত ধরা পড়েনি।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের মধ্যে আক্রান্ত ছিলেন ৮ জন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরীসহ ৬ জনই সুস্থ্য হয়ে উঠেছেন।