সিলেট জেলায় নতুন ১১০ জনসহ বিভাগে আক্রান্ত বেড়ে ৪২০৬
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩৭,অপরাহ্ন ২৭ জুন ২০২০ | সংবাদটি ২৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ২২৯০ জনে।
একইদিন সিলেটের অপর তিন জেলার মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে আরও ৩৮ জন আক্রান্ত হন। এ ৩৮ জনের মধ্যে সুনামগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২০৬ জন।
শনিবার (২৭ জুন) সিলেটে স্থাপিত ওসমানী হাসপাতাল ও শাবির ল্যাবে পরীক্ষা করে এ ১৪৮ জন শনাক্ত হন।
সিলেট ওসমানী হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, শনিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলার ১০১ জন, সুনামগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব সুত্র জানিয়েছে শনিবার তাদের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন শনাক্ত হন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯ জন ও বাকী ৩২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
ওসমানীর ১০৭ জন ও শাবির ৪১ জনসহ নতুন ১৪৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪২০৬ জন।
এর মধ্যে সিলেট জেলার ২২৯০ জন, সুনামগঞ্জে ৯৬১ জন, মৌলভীবাজারে ৪১৮ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।