গোলাপগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত ৯ জন
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৪৯,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৪৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাবেক এক ইউপি চেয়ারম্যান, ১ বছরের শিশু ও বৃদ্ধা রয়েছেন।
এছাড়া সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধিন করোনা আক্রান্ত এক বৃদ্ধ মারা গেছেন।
এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৫ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক (৬৬), ইউনিয়নের স্বাস্থ্যকর্মী জাবেদ আহমদ (২৬), ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা হানিফা খানম (৬৪), রাহমাতুন্নেসা (৭৮), আরিফা বক্স (১), পূর্বভাগ গ্রামের আতাউর রহমান (৫০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের আব্দুর রশিদ (৭০), পৌরসভার রণকেলী এলাকার ফারজানা (২৯)।
এছাড়া সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের শফিকুল ইসলাম (৭৫) আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নর্থইস্ট হাসপাতালের মাধ্যমে টেস্ট করার পর পজেটিভ আসে।
এদিকে করোনা আক্রান্ত ১১৫ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। আর মারা গেছেন ৪ জন।