সাবেক এমপি বদি করোনা আক্রান্ত, চিকিৎসা নিতে ঢাকায়!
প্রকাশিত হয়েছে : ৭:০৫:১৫,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ৬৯২ বার পঠিত
উখিয়া (কক্সবাজার) থেকে সংবাদদাতা:: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বদির প্রেসসচিব হেলাল উদ্দিন।
শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসার কথা জানানো হয়। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য তিনি কক্সবাজার থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রেস সচিব হেলাল উদ্দিন জানান, ৫/৬ দিন ধরে জ্বরে ভুগছিলেন বদি। পরে নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসে।