গোলাপগঞ্জে বৃদ্ধের দাফনের পর জানা গেল তিনি করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:১৯,অপরাহ্ন ১৪ জুন ২০২০ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে উসমান আলী নামে এক বৃদ্ধের দাফনের পর রিপোর্ট আসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এআরগে চিকিৎসাধিন অবস্থায় ওসমানী হাসপাতলে তিনি মারাযান।
মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই জানাযা ও দাফন করা হয় ঐ বৃদ্ধের।
রবিবার (১৪ জুন) সকালে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের ওসমান আলী (৫৮)।
একইদিন বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে স্বাভাবিকভাবেই জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযা ও দাফনে স্বাস্থ্যবিধি না মেনেই লোক সমাগম হয়। তখনও কিন্তু কেউ জানেনি যে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। পরে রবিবার রাতে খবর আসে তিনি করোনা আক্রান্ত ছিলেন। এতে দাফন কাফনে অংশগ্রহণকারী বা পরিবারের লোকজন সংস্পর্শে আসায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি মারা যাওয়ার আগে গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষ ওনার স্যাম্পল সংগ্রহ করেছিল। রবিবার রাতে আমরা জানতে পারি যে তিনি করোনা আক্রান্ত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, শারীরিক নানা সমস্যা থাকায় উসমান আলীকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১১জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি রবিবার সকালে মারা যান।