গোলাপগঞ্জে টিএইচওসহ নতুন আরও ৪ জন আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৭:০৫:২৭,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়ও হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আক্রান্তের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) ডা. মনিসর চৌধুরী। একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ আরও ৩ জন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে গোলাপগঞ্জে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৪ জনে।
শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।