হাসপাতালে ভর্তি হয়ে নমুনা সংগ্রহের আগেই বৃদ্ধের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৫৪,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ৩৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সকালে ভর্তি হয়ে দুপুরে মারা গেছেন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
মারা যাওয়া বৃদ্ধ সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি করোনা উপসর্গ নিয়ে শনিবার (২৩ মে) সকালে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর দুপুরে মারা যান।
তবে, মারা যাওয়া বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন কিনা রিপোর্ট আশার পর বোঝা যাবে জানিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও)ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, আখালিয়ার ঐ বৃদ্ধ শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। দুপুরের দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে।