গোলাপগঞ্জে সরকারী অনুদান পাচ্ছে ৬৭৯ টি মসজিদ
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:৩৫,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ৯১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস প্রতিরোধে সরকারী সিদ্ধান্তে দীর্ঘদিন দেশের সকল মসজিদে মুসল্লির সংখ্যা কম ছিলো। এজন্য মসজিদগুলোর আয়ের উৎস অনেকটা কমে যায়। এজন্য সরকার দেশের প্রায় সকল মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে।
সরকারের এসব অনুদান পেতে হলে কিছু নিয়ম কানুন বেঁধে দেয়া হয়েছে। এসব নিয়ম কানুন মানলেই পাওয়া যাবে সরকারের দেয়া অনুদান।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন এরকম একটি নিয়ম-কানুন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পোস্ট করেছে।
পোস্টে জানানো হয়েছে- গোলাপগঞ্জ উপজেলার ৬৭৯ টি মসজিদে ৫০০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এসব টাকা পেতে হলে প্রতিটি মসজিদের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, না থাকলে নতুন একাউন্ট খুলতে হবে।
অনুদান বরাদ্দ পাওয়া উপজেলার ৬৭৯ টি মসজিদের তালিকা শনিবার (২৩ মে) প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
এছাড়া বিস্তারিত জানতে ইসলামী ফাউন্ডেশন উপজেলা শাখার সুপার ভাইজারের সাথে (০১৭৭০-০৫৩৭৫৮) ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিবের সাথে (০১৭১৬-৬৮৮৪৫১) মসজিদ কমিটি বা সংশ্লিষ্টদের যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।