স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে আক্রান্ত, ফের লকডাউন নোয়াখালী!
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:৪৯,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ১১১৩ বার পঠিত
নোয়াখালী থেকে সংবাদদাতা:: স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট, বিপণীবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান চালানো এবং নোয়াখালীর বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলায় দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে জেলাকে।
শুক্রবার (১৫ই মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে অনির্দিষ্টকালের জন্য। লকডাউন কার্যকর করতে সকাল থেকে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা মানছে না জেলার ব্যবসায়ীরা। এদিকে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। এক পর্যায়ে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুরোধে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ফার্মেসি, মুদি, কাঁচাবাজারসহ অন্যান্য জরুরি পরিষেবা খোলা থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
শুক্রবার সকাল থেকে লগডাউন কার্যকর করতে পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। লকডাউন কার্যকরে চলছে মাইকিং ও পুলিশের টহল। এসময়, সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় নোয়াখালী হকার্স মার্কেট থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তন্ময় দাস পুনরায় জেলাকে লকডাউন ঘোষণার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়ার কোন বিকল্প ছিলো না।
উল্লেখ্য, এর আগে গত ১১ই এপ্রিল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিমিত আকারে খোলা হয়। ইতোমধ্যে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।