সিলেটে নতুন ৩০ জনসহ মোট আক্রান্ত ৩৪৬!
প্রকাশিত হয়েছে : ৮:৪২:২০,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে সিলেটে একদিনে আরও ৩০ জন শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ৩৪৬ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন ও মৌলভীবাজার জেলার ৮ জন।
আক্রান্ত এ ৩০ জনের মধ্যে ঢাকার ল্যাবে ২২ জনের ও সিলেটে ওসমানী হাসপাতাল ল্যাবে ৮ জনের করোনা প্রজেটিভ আসে।
বুধবার (১৩ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিকেলে ঢাকা থেকে ই-মেইলে ৩৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে আসে। এর মধ্যে প্রজেটিভ আসে ২২ জনের। এদের মধ্যে সিলেটের ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন।
এদিকে, সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনে করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তরা সবাই মৌলভীবাজার জেলার।