করোনা আক্রান্ত সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক আইসিউতে!
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:০৫,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা আক্রান্ত সিলেট ওসমানী হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) সন্ধ্যায় তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়া হয়।
এরআগে গত ৪ মে তাঁর করোনা শনাক্ত হয়। প্রথমদিকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র।
তিনি জানান, আক্রান্ত চিকিৎসকের শ্বাসকষ্ট বেড়েগেছে। তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে।