সিলেটে একদিনে আরও ৭ জন আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৮:২২:২০,অপরাহ্ন ০৯ মে ২০২০ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে পরীক্ষা করে শনাক্ত হন ৪ জন ও ঢাকায় পরীক্ষা করে শনাক্ত হন আরও ৩ জন।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭২ জনে।
শনিবার (৯ মে) নতুন আক্রান্তের তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান।
ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার মোট ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪টি পজেটিভ আসে।
এ তথ্য জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, পজেটেভ আসা ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজারের ও একজন হবিগঞ্জের।
এদিকে, শনিবার ঢাকার ল্যাবে পরীক্ষা করে গোলাপগঞ্জের একজনের রিপোর্ট পজেটিভ আসে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, আক্রান্ত যুবক ঢাকায় বসবাস করতেন। যেখানে তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করেন। শুক্রবার (৮ মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। শনিবার (৯ মে) দুপুর ২টায় কাগজপত্র নিয়ে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
একইদিন ঢাকার ল্যাবকে পরীক্ষায় হবিগঞ্জের আরও দু’জনের করোনা শনাক্ত হয়। এই দুজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। আর ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ব্যক্তি নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৯৩ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
বিভাগের অন্য তিন জেলার মধ্যে সিলেটে ৮২ জন, সুনামগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।