কোয়ারেন্টিনের বদলে বিয়ে, গুণলেন জরিমানা!
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:১১,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিত
বোয়াখালী (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা:: ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অমান্য করে বিয়ে করে জরিমানা গুণলেন এক ব্যাংক কর্মকর্তা।
শুক্রবার (১ মে) বিকালে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
দণ্ডিত ব্যক্তি কধুরখীল ইউনিয়নের সি ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকায় বেসরকারি এক্সিম ব্যাংকের একটি শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৭ এপ্রিল তিনি গ্রামে ফেরার পর তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঢাকা থেকে ফেরার পর কোয়ারেস্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু তিনি নির্দেশনা না মেনে শুক্রবার করলডেঙ্গা ইউনিয়নে স্বল্প সংখ্যক লোক নিয়ে বিয়ে করতে যান এবং বাড়িতে বউ তুলে আনেন।”
স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে তার বাড়িতে যান সহকারী কমিশনার মোজাম্মেল।
তিনি বলেন, “লকডাউন না মেনে চট্টগ্রামে আসার পরও এই ব্যাংক কর্মকর্তা নিজেকে ‘সচেতন’ দাবি করে ভ্রাম্যামাণ আদালতের সাথে তর্কে লিপ্ত হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে স্ত্রীকেসহ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
ওই ব্যাংক কর্মকর্তা গত এক মাসে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী বিভিন্ন পরিবহনে করে তিন বার ঢাকা-চট্টগ্রামে যাওয়া-আসা করেছেন বলেও তথ্য পাওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার মোজাম্মেল।