অনলাইনে আবেদন, ১১২ পরিবারে খাদ্য পৌঁছালেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ৪:৩২:১৬,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৬৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতা:: অনলাইনে আবেদন ও হটলাইন ৩৩৩ কল পেয়ে ১১২টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও পংঙ্কজ বড়ুয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের মেড্ডা, পাইকপাড়া, ভাদুঘর ও হালদারপাড়া পৌর ভূমি অফিসে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও পংঙ্কজ বড়ুয়া জানান, ডিসির নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতিতে যে সব মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। লাইনে দাঁড়িয়ে যারা সহায়তা গ্রহণে সংকোচ বোধ করেন তাদের জন্য ডিসি গুগলে খাদ্য সহায়তার আবেদন করার একটি পেইজ খুলেন।
সেই পেইজে আবেদন ও ৩৩৩ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে ৭৮ পরিবাব, ১০ পত্রিকার হকার পরিবার ও ২৪টি ভাসমান পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।