বড় বোনের সংস্পর্শে থাকায় ছোটবোনও আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৪:২৬:৫৯,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসে আক্রান্ত বড় বোনের সংস্পর্শে এসে ছোটবোনও আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৯ জন আক্রান্ত হলেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শ্যামল চন্দ্র ভৌমিক।
তিনি জানান, আক্রান্ত নারী ওই উপজেলার আমোদাবাদ গ্রামের বাসিন্দা। তাকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। ওই নারীর বড় বোন কিছুদিন আগে ঢাকা থেকে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন।
ডা. শ্যামল চন্দ্র ভৌমিক আরো জানান, এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এরমধ্যে আখাউড়াতেই ৯ জন। জেলায় মৃত্যু হয়েছে তিনজনের।