চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা!
প্রকাশিত হয়েছে : ১:০৮:১২,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৪৬ বার পঠিত
চাঁদপুর থেকে সংবাদদাতা:: করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে চাঁদপুর জেলা লকডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুল ইসলাম জরুরি সভা শেষে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুর জেলায় কেউ প্রবেশ করতে পারবে না এবং কেউ এই জেলা থেকে বেরও হতে পারবে না।
আগের মতো সব গণপরিবহন এবং জনসমাগম বন্ধ থাকবে জানিয়ে ঘোষণায় আরো বলা হয়, উক্ত সময় থেকে নৌ ও সড়ক পথেও জরুরি ওষুধ, ত্রাণ ছাড়া অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।