আইসোলেশন থেকে রোগীর পলায়ন, থানায় জিডি!
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৪৮,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৬১ বার পঠিত
পাবনা থেকে সংবাদদাতা:: পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগী পালিয়ে গেছে।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পালিয়ে যাওয়া রোগীর নাম মোস্তাক আল মামুন (২৫)। বাড়ি দিনাজপুর জেলার হালিশপুর থানার হাকিমপুর গ্রামে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, চলতি মাসের (৫ এপ্রিল) ওই রোগী জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা নিয়ে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর এলাকার দিঘলকান্দি গ্রামে তার শ্বশুর বাড়িতে আসেন।
সোমবার (৬ এপ্রিল) ওই রোগী সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শরীরের অবস্থা দেখে করোনা ভাইরাস সন্দেহে ডাক্তারেরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখেন। কিন্তু শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি করে আসছিলেন ওই রোগী।
বুধবার (৮ এপ্রিল) বিকেলের পর হাসপাতালের সেবা কর্মীরা ওই রোগীকে আর ওয়ার্ডে দেখতে পায়নি। খোঁজাখুঁজির পর বোঝা যায় রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান যে তিনি বাড়ি ফেরেননি। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে। রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।