করোনা সনাক্তের মেশিন এখন সিলেটে!
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫০,অপরাহ্ন ৩০ মার্চ ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে এসে পৌছেছে করোনাভাইরাস পরীক্ষার মেশিন ও সরঞ্জাম। সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে অত্যাধুনিক পিসিআর সিলেটে আসে।
এতদিন এ মেশিন না থাকায় সিলেটবাসীকে থাকতে হতো অপেক্ষায়। ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যেত আসলে করোনা রোগি কী না। এখন আর অপেক্ষায় থাকতে হবেনা সিলেটবাসীকে।
সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সনাক্তের মেশিন পিসিআর এসে পৌছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ।
ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে, এরপর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে সিলেটে ।
উল্লেখ্য, এতদিন করোনা রোগী নিয়ে সিলেটবাসীদের অপেক্ষা করতে হত। ঢাকা থেকে রিপোর্ট আসার পর জানা যেত করোনা রোগী কী না। কিন্তু এখন করোনা রোগি সনাক্ত করণে সিলেট এক ধাপ এগিয়েছে। করোনা রোগি সন্দেহে নমুনা এখন আর ঢাকায় পাঠাতে হবে না। আগামী সপ্তাহ থেকে সিলেটে হবে করোনার নমুনা পরীক্ষা।