গোলাপগঞ্জে চাল-ডাল নিয়ে দরিদ্রদের ঘরে ঘরে ইউএনও-এসিল্যান্ড
প্রকাশিত হয়েছে : ৮:০৮:৫২,অপরাহ্ন ২৯ মার্চ ২০২০ | সংবাদটি ৪৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাস সংক্রামক ঠেকাতে ধনী থেকে নিয়ে খেটে খাওয়া সব মানুষ ঘরে বন্দি। এমন বন্দি অবস্থায় ধনী ও মধ্যবিত্তরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনেষের চাহিদা মোটামুটি মেটাতে পারলেও হতদরিদ্র অনেকে পরিবার-পরিজন নিয়ে বেকায়দায়। এমন অবস্থায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে সরকার। আর এসব চাল-ডাল মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে স্থানীয় প্রশাসন।
এর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে চাল-ডাল পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন।
শনিবার (২৮ মার্চ) দিনভর উপজেলার লক্ষণাবন্দ ও আমুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে তারা তা বিতরণ করেন।
হত-দরিদ্র ৫০টি পরিবারের প্রতি পরিবারকে ১০কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ লিটার তেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, দেশের বৃহৎ স্বার্থে সরকার নানা উদ্যোগ করেছে। পর্যায়ক্রমে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।