ডিজিটাল নগরীর প্রথম ছোঁয়া দরগা এলাকায়
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫৩,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
চৌধুররী মোহাইমিন সোবহান ফাহিম, সিলেট:: সিলেট নগরীকে বলা হয় আধ্যাত্মিক নগরী। আধ্যাত্মিক এই নগরীর ডিজিটাল ও সৌন্দর্য বৃদ্ধি করতে বছরের বারো মাসই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায় নগর কর্তৃপক্ষকে। এ ধারাবহিকতায় চলতি বছরের প্রথমেই নগরীকে ‘জঞ্জালমুক্ত’ করতে শুরু হয়েছে কার্যক্রম। বিদ্যুৎ-ইন্টারনেটসহ উপর দিয়ে টানানো তার সরিয়ে এ কার্যক্রমের শুরুতেই ‘জঞ্জালমুক্ত’ করা হয় দরগাহ এলাকা। এখন উপর দিকে থাকালে সুধুই নীল আকাশই দেখা যায়।
বিদ্যুতের ঝুলন্ত তার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে নীল আকাশ সিলেটের আগত দর্শনার্থীদের আলাদা মুগ্ধতা দিয়েছে। তারহীন সিলেট নগরী গড়ার প্রত্যয়ে শুরুতেই পবিত্র স্থান দরগা গেইট এলাকা থেকে কার্যক্রম শুরু করা হয়েছে।
আধুনিক ও বসবাস উপযোগী ডিজিটাল নগরীর গড়ার প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ অনুযায়ী সিলেট নগরী থেকে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে এসব তার প্রতিস্থাপন। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দরগা গেইট এলাকায়। পর্যায়ক্রমে এটি গোটা সিলেট শহরেই খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।