তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযায় লাখো জনতার ঢল
প্রকাশিত হয়েছে : ৭:২৬:১১,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৩১০ বার পঠিত
ইমরান আহমদ, হবিগঞ্জ থেকে ফিরে:: প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযায় লাখো জনতার ঢল নেমেছিল।
সোমবার (৬ জানুয়ারী) সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হওয়া জানাযার ইমামতি করেন হযরতের বড় পুত্র হাফিজ মাওলানা মছরুর আহমদ।
জানাযায় নির্ধারিত মাঠ পেরিয়ে মাদরাসা মাঠ-বিল্ডিং, আশপাশের মার্কেট ও বাড়ির বিল্ডিং, ক্ষেতের জমি, দু’পাশের সড়কেও পেরিয়ে যায়।
জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ি, মুফতি মাওলানা খলিলুর রহমান হামিদী, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, হাফিজ মাওলানা জোবায়ের আহমদ আনসারী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীসহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিবাড়িয়ার মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ তৌহিদী জনতা।
জানাযা শেষে তাফাজ্জু্ল হক হবিগঞ্জী প্রতিষ্ঠিত জামেয়া উমেদনগর মাদরাসার পাশে দাফন করা হয়।
ভিডিও