শায়খুল হাদীস তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ৪:৩২:৩৯,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১০৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গায় সারাদিন বুখারী শরীফের দারস দেন। রাতে হঠাৎ শরীরে অসুস্থতাবোধ করলে পৌনে ২ টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৮ তলায় ভর্তি রয়েছেন।
জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের মুহতামিম ও শায়খুল হাদীস। তিনি একজন মোফাসিসরে কোরআন। পাশাপাশি একজন রাজনীতিবিদও।
এদিকে, প্রখ্যাত এ শায়খুল হাদীসের রোগমুক্তি কামনায় ধর্মপ্রাণ সকলের কাছে দোয়া চেয়েছেন দেশ-বিদেশে অবস্থারনত উনার ছাত্র, শাগরিদ ও শুভাকাঙ্খিরা।