সুনামগঞ্জে ‘জাউয়া উপজেলা’ বাস্তবায়ন চান স্থানীয়রা!
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:০৫,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জে ৫ টি ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নে মাঠে নেমেছেন স্থানীয়রা। ছাতক উপজেলার দক্ষিণ খুরমা, চরমহল্লা, সিংচাপইড়, ভাতগাঁও ও জাউয়া বাজার এ ৫টি ইউনিয়ন নিয়ে ‘জাউয়া উপজেলা’ নামে একটি স্বতন্ত্র উপজেলা বাস্তবায়ন চান স্থানীয়রা।
স্বতন্ত্র ১টি উপজেলা বাস্তবায়নের দাবীতে কার্যকরী পরিষদের এক মতবিনিময় সভা শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা বাস্তবায়ন কার্যকরী পরিষদের আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব এসএ মিছবাহুজ্জামান শিলু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউনিযনের চেয়ারম্যান আব্দুল মছব্বির, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান কদর মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন শিশু মিয়া, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাষ্টার নাসির উদ্দিন, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আওয়ামীলীগ নেতা লিলু মিয়া তালুকদার, আসক উদ্দিন, গৌছ উদ্দিন খান,মুহিবুর রহমান তালুকদার টুনু, সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, সাজিল হোসেন বাবুল, আবু বক্কর সিদ্দিকী, প্রভাষক সিতাব আলী, মোঃ এনামুল হক জাউয়া বাজার ব্যবসা সমিতি’র সভাপতি আছাদুর, আনোয়ার হোসেন আলী, উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম আজম তালুকদার নেহার, সামছুনুর তালুকদার ও কবির আহমদ।