বাস চাপায় একই পরিবারের ৫ জন সহ নিহত ৭
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৪৯,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চাপায় দুটি অটোরিকশায় থাকা একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
রবিবার (১৮ আগস্ট) পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার গোয়ালপট্টি এলাকার বন্দন হোটেলের মালিক ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৪৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪০), তার শাশুড়ি সকিনা বেগম (৭০), বড় ছেলে শিপন (১৭), দ্বিতীয় ছেলে হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) এবং নাঙ্গলকোট উপজেলার করপতি ব্যাপারী বাড়ির মৃত জিতু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল হোসেন (৩৫)।
কুমিল্লার দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত দু’জন হলো- নিহত জসিমের ছোট ছেলে রিফাত ও নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের শাইমুন হোসেন (১৫)। তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।