গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন আর নেই
প্রকাশিত হয়েছে : ১:১০:১৩,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আর নেই। সোমবার (৫ অাগস্ট) রাত ১ টায় চিকিৎসাধিন অবস্থায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি — রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে কিডনিজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩পুুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৩ টায় হাসপাতাল থেকে মরহুমের মরদেহ পৌরসভার ঘোগারকুলস্থ তার নিজ বাড়িতে আনা হয়।
বুধবার মরহুমের যুক্তরাজ্য প্রবাসী পুুত্রগণ আসার পর দাফন হবে বলে জানিয়েছেন স্বজনরা।
গোলাপগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল গ্রামের অধিবাসী আলহাজ্ব মোঃ আলা উদ্দীন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি নগরীর একসময়ের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান টেইক এন পে’র ব্যবস্থাপনা পরিচালক ও ইবনে সীনা হাসপাতালের অন্যতম পরিচালক ছিলেন।
এদিকে পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলাউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক আনোয়ার শাহজাহান। এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।