মায়ের সামেনেই তলিয়ে গেলো ১৫ বছরের মেয়ে!
প্রকাশিত হয়েছে : ২:৩৮:০০,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
নড়াইল সংবাদদাতা উজ্জ্বল রায়:: মায়ের সাথে নদীতে গোসলে গিয়ে ছিলো ১৫ বছরের মেয়ে শরিফা। হঠাৎ কি যেন মেয়েকে টেনে নীচের দিকে নিয়ে যাচ্ছিল। বারবার চেষ্টা করেও মেয়েকে তিনি আটকাঁতে পারেননি। অবশেষে নিজের চোখের সামনেই তলিয়ে যায় মেয়ে শরিফা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১ টায় নড়াইল সদর থানার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে। পানিতে তলিয়ে যাওয়া শরিফা গ্রামের সাহিদ শিকদারের মেয়ে।
জানা গেছে, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নামেন মা ও মেয়ে। হঠাৎ মেয়েকে পানির ভিতর থেকে কি যেন টেনে নিয়ে যেতে চেষ্টা করে। শরিফার চিৎকারে মা তার হাত টেনে ধরে, শরিফাও মাকে জোরে আকড়ে ধরে অথচ নীচ থেকে এতো জোরে টানতেছিলো যে মায়ের শাড়ি ছিড়ে ধীরে ধীরে মেয়েটি তলিয়ে যায় । মা পাগলের মতো পানিতে ডুব দিয়ে ধরে রাখার চেষ্টা করেও শরিফাকে আটকে রাখতে পারেনি। চোখের সামনেই মেয়েকে হারিয়ে যেতে দেখেন মা। মায়ের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
নড়াইলে কোনো ডুবুরি না থাকায় খুলনা থেকে ডুবুরি আনা হচ্ছে বলে জানা গেছে। নড়াইল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে পর্যবেক্ষণ করে চলে গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। এছাড়াও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীতে গোসল করতেও অনেকে ভয় পাচ্ছে।