সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যানের জানাযা বিকাল সাড়ে ৫ টায়
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৪২,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ২৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট পৌর সভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামাল শনিবার (১৩ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহিল-রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রোববার বিকেল সাড়ে ৫টায় সিলেট শাহী ঈদগাহ জানাযা শেষে মানিকপীর গোরস্তানে তাকে দাফন করা হবে। এর আগে বিকেল ২ টা থেকে ৩টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে এবং বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত সিলেট ডায়েবিক হাসপাতালে তার মরদেহ নেওয়া হবে।
তার মৃত্যুর খবরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরবৃন্দ, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।
আ ফ ম কামাল ১৯৮৩ ও ১৯৮৮ সালে দুই মেয়াদে তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানসহ সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ আ ফ ম কামালের কর্মময় জীবনের নানা দিক উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন সম্পাদক আনোয়ার শাহজাহান।