সিলেট কোর্ট পয়েন্ট থেকে সরিয়ে নেয়া হচ্ছে ফুটওভার ব্রিজ!
প্রকাশিত হয়েছে : ৮:১১:০৮,অপরাহ্ন ১৬ জুন ২০১৯ | সংবাদটি ১৭৫২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট শহরের ব্যস্ততম কোর্ট পয়েন্ট থেকে সরিয়ে নেয়া হচ্ছে ফুটওভার ব্রিজ। প্রায় দুই বছর আগে পথচাত্রীদের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছিল সিলেটের প্রথম এ ফুটওভার ব্রিজ। এটি নির্মানের পর থেকেই প্রশ্ন ওঠেছিল, এখানে কেন ওভারব্রিজটি নির্মাণ করা হলো? এটি নগরবাসীর কোন কাজে আসবে না।
নির্মাণের পর থেকেই অনেকটা অব্যবহৃত হয়ে পড়ে থাকা ওভারব্রিজটি অবশেষে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফুট ওভারব্রিজটি নির্মান করতে ব্যয় হয় ১ কোটি ৬৬ লাখ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে ওভারব্রিজটি সরিয়ে নেয়া হচ্ছে নগরীর অন্যতম ব্যস্ত মদিনা মার্কেট এলাকায়। সোমবার (১৭জুন) তা সরানোর কাজ শুরু হবে বলে জানাগেছে।
প্রথমে এটি দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কোয়ারে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়ে ছিলো।