মুরসিকে কায়রোতে গোপনে দাফনের পর ইস্তাম্বুলে গায়েবানা জানাযা
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৪৮,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ৬২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মিশরের একমাত্র ও প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ মোহাম্মাদ মুরসীকে কায়রোর নাসার শহরে গোপনে জানাযা পড়ে দাফনের পর ইস্তাম্বুলে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
মঙ্গলবার (১৮ জুন) ইস্তাম্বুলের ফাতিহ মসজিদে বাদ আসর এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের পূর্বে এরদোগান বলেন, শহীদ মুহাম্মাদ মুরসী আজ আমাদের মাঝে নেই। আমি বিশ্বাস করিনা যে এটা স্বাভাবিক মৃত্যু ছিল। এতে মিশরের বর্তমান অবৈধ সরকার সিসির গভীর ষড়যন্ত্র রয়েছে।
এরদোগান আরো বলেন, ওরা (মিশরের অবৈধ সরকার) ভিতুর দল। তারা শহীদ মুরসীর লাশকেও ভয় পায়। তাই গোপনে তাঁর দাফনকার্জ সম্পন্ন করেছে।
এসময় এরদোগান তুর্কীদের সতর্ক করে বলেন, আমাদের দেশেও সিসির মতো বিশ্বাসঘাতক আছে। এজন্য আমাদের সবার সতর্ক থাকতে হবে।