ইরান ও লেবানের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ!
প্রকাশিত হয়েছে : ৪:২৬:৪৩,অপরাহ্ন ১০ জুন ২০১৯ | সংবাদটি ২৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইরান ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশ প্রদান করা হয়। তবে কী কারণে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে তা জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কর্মস্থলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে সূত্র বলছে, মূলত আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই বিদেশে কর্মরত কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা নেওয়ার প্রথম ধাপটি হচ্ছে তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া।
জানা গেছে, ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত এম মুজিবুর রহমান ভূঁইয়া এবং লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের বিরুদ্ধে প্রায় ছয় মাস আগে দুই ধরনের অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগেরই পৃথকভাবে তদন্ত করা হয়। সম্প্রতি দুটি তদন্ত রিপোর্টই জমা পড়ে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।